ময়দানেরই একটা কোনা দিয়ে,
ভোর এসেছে
একলা ট্রামের গাড়ি,
ঢং ঢঙিয়ে ঘন্টা টেনে জোরে,
বললে জাগো বললে, নাহয় আড়ি।
ময়দানে কি
তেপান্তরের মাঠ? ময়দানে কি যতেক কাটা ঘুড়ি?
তিন প্রহরে ওইখানেতে বুঝি, ময়লা ফেলে
চাঁদের ক্ষ্যাপা বুড়ি?
ইন্দ্রজালের উড়িয়ে দিয়ে ধুলো
এক জাদুকর
জাদুর ছড়ি নিয়ে
আবছা হলুদ ল্যাম্প পোস্টের নীচে
তিন ঠেঙে বক তোলেন যে বাঁচিয়ে।
দেখল না কেউ, কেউ ছিল না জেগে
দর্শক চাই নইলে ম্যাজিক ফাঁকি,
ট্রামের মাথার লম্বা টিকির মত সব ফুরোলেও
জাদুই চিরাগ বাকি।
সব জাদুকর হ্যারি পটার না হে, হাততালি নেই,
নেই জোরালো আলো
সুড়ুৎ করে সূর্যি উঠে এলে,
বল তো তখন লাগবে নাকি ভালো?
এই শহরের রাস্তা হুলুস্থুলুস
সেই কারণেই
ভোর আসে না দিনে,
এই শহরের রাস্তা হিজিবিজি
ভোর কি পারে ফিরতে রাতে চিনে?
তাই তো বুঝি ধর্মতলা হয়ে
ট্রামের সাথে ভোর এসেছে জেঁকে,
ফুটলে আলো পাগলা ফেরীওয়ালা
মাথায় করে,
বেচবে জাদু হেঁকে।