তোমার সাথে যাবৎ জীবন ভাব
মা, বাবা... সেই শৈশব সংলাপ
তুমি আছো, তাই ফুটেছে বুলি
প্রথম প্রেমের নির্বাক দিনগুলি
ছেঁড়া পাতায় প্রথম লেখা 'প্রিয়ে'
তোমার গানেই মন গেছে হারিয়ে
তোমার রসে ডুব দিয়েছি হেসে
কখন দায়ে, কখন ভালোবেসে
মনে প্রাণে মাতৃভাষার স্বাদ
অন্য কিছু? নিছক অনুবাদ
কান্না হাসি দুঃখ সুখে তুমিই
বাকি সকল ভাষা তো মৌসুমী
এমন তুমি, তোমার আবার দিন
তুমি আমায় আমি তোমায় লীন
বসত সে হোক কাছে নচেৎ দূরে
তুমিই কেবল আছো হৃদয় জুড়ে
তবুও আজ প্রবল আগ্রাসন
নবীন মনে টলছে সিংহাসন।
ভাষা দিবস একটি দিনের নয়
প্রতিজ্ঞা হোক রুখব অবক্ষয়।
ভাষায় থাকুক, শুদ্ধতারই ছাতা
খিচুড়ি তা পাতেই ভালো
ভাষায় হলে যাতা।