উৎসব ফুরিয়ে গেলে আলগোছে ক্লান্ত দিন আসে
ছড়িয়ে ছিটিয়ে থাকে বাসী ফুল চাঁদ মালা কিছু
রিক্ত মণ্ডপ জুড়ে কোলাহল স্মৃতি আশেপাশে
সিঁদুরে বিষণ্ণতা জমে থাকে ছাড়ে না তো পিছু।
যদিও কাশের বন ভরে আছে অনাবিল সাদা
এখনো আকাশ জুড়ে শরৎ মেঘের আনাগোনা
তবুও রোমাঞ্চহীন, মন খারাপের এই ধাঁধা
উৎসব ফুরোলে পরে দিনমান বড় আনমনা।
তবুও মনের কোণে ছুঁয়ে থাকে তাজা কোলাহল
রক্তে ঢাকের তাল, ধুনো গন্ধ প্রদীপের শিখা
অনেক ভিড়ের মাঝে দৃষ্টি মেলা একা কয় পল
ছুঁয়ে থাকে, নুয়ে থাকে মন তাই রঙ সব ফিকা।
এবার প্রহর গোনা আরো এক বৎসর কাল
ভালো থেকো হে পৃথিবী ভালো রেখো মায়ের মতন,
ভালো থেকো নীলাকাশ, ভালো থেকো অবাক সকাল
ভালো থেকো নদী গাছ, ভালো থেকো ভালোবাসা যত।
ভালো থেকো হে সাগর ভালো থেকো দুর্বার ঘাস
ভালো থেকো সাঁঝ দীপ, ভালো থেকো তুলসী উঠান,
ভালো থেকো ধান শিষ, ভালো থেকো এই বারো মাস
ভালো থেকো দুর্গা মা, ভালো থেকো যত সন্তান।
শুভ বিজয়া...