আরে ভোলা, কাছা খোলা,
মুখ ঝোলা কেন হে?
নিশি রাতে ভরা চাঁদে
রাহু লাগা যেন হে?
ভালো নেই? কি যে বল!
সেটা কোন বস্তু?
দুনিয়াতে আজকাল
ভালো থাকা দস্তুর।
নিভু নিভু নয় তেজে
থাক জ্বলে পলতে
ভালো আছ তাই শুধু
জেনো হবে বলতে।
যদি বল উল্টোটা
তা’লেই বিপত্তি
পাব্লিক বলে তার
কাজ নেই রত্তি?
কি কি হল, কবে হল?
কেন হল, এবারে?
ফালতু সময় এত
আছে কার? বাবারে!
তাই বলা ওহে ভোলা
ভালোটাই চলবে,
হাসি মুখে সুখে দুখে
ভালো আছি বলবে।