ভাবের ঘরে ভাব না খুঁজে
ভাবনা ভেলায় ভাসলি মন,
ভাগ্য ভেবে ভ্রান্ত কাজে
ভরিয়ে দিলি তোর ভুবন।
ভাবনা ভালো ভাবতে হলে
ভালোর আলোয় ভরাও দিল,
ভান কোরো না ভন্ড সেজে
ভাবের ঘরের ভুলবে খিল।
ভাতের খোঁজে ভাগছে ভুবন
ভোগের নেশায় ভর্তুকি,
ভগবানের ভাগ করে ভাই
ভন্ড ভোলেন ভুলচুকি।
ভাঁড় ভরেছে ভুলের ভারে
ভূতেও দেখায় ভোজবাজি,
ভাবনা ছেড়ে ভাবের ঘরে
ভাতি খোঁজার ভোর আজি।
ভক্তি, ভয় আর ভরসা দিয়ে
ভরিয়ে রেখো ভাবনাকে
ভূমির ভেদে ভিন্ন হলেও
ভাবের ভাষা এক থাকে।