বার্বিকিউয়ের জ্বলেছে আগুন, ঝলসায় সাত সাতেরো
গেলাসে গেলাসে ঠোকাঠুকি চলে চড়ে গেছে বুঝি চাঁদের ও
ঝলমলে আলো শার্ক ও টার্কি ঝলসানো যেন কাব্য
লাল লাল ঠোঁট, কাজল নয়ন, বুক দুরু দুরু নাব্য
পাঞ্জাবি বিট, টাকিলার ট্রিট, মুখে গলে যাওয়া টার্টে
চাঁদে হাঁটা ফান সব জ্যাকসান ঠিকানা বদল হার্টের
এমনি করেও বড়দিন আসে নাচোস বারিতো পাস্তায়
শীত নামে ঘন, আসে বড়দিন ভাঙা ঘরে ফাঁকা রাস্তায়
যীশু ঘোরে ফেরে রাস্তার মোড়ে কেকের বদলে রুটি চায়
কেউ চায় রাত আগুনের ওম, হেলান দেবার খুঁটি চায়
রং মাখা মুখ খদ্দের চায়, দালাল চায় যে হিস্যা
নয়াদিন আসে গির্জার 'ঢং'য়ে, শোনাতে পুরানো কিস্যা
বড়দিন আসে নেড়ি কুকুরের কুন্ডলী পাক শৈত্যে
বড়দিন আসে সান্টার ব্যাগে, বামুনের গিঁট পৈতেয়
বড় দিন আসে চায়ের দোকানে, রকে বসে সব প্রেমী যে
বড়দিন আসে তারে মেলা যত ছেঁড়া কাঁথা জামা সেমিজে
প্লাম কেকে রাম কাজু ভাজা প্লেটে, খিদে থাকে পেটে তাদের ও
বার্বিকিউয়ের জ্বলেছে আগুন, ঝলসায় সাত সাতেরো।