বড়দিন বড়দিন খুশি খুশি মুখ
গরম কফির কাপ মিঠেকড়া সুখ
কনকনে দিন আর হিম হিম রাত
চাদরের দেড় প্যাঁচ ধোঁয়া ওঠা ভাত
গুনগুনে রোদ গায়ে উত্তুরে টান
টার্কির রোস্ট আর ক্যারোলের গান
বড়দিন বড়দিন সান্টার দাড়ি
হোহো করে স্লেজে চড়ে যায় বাড়ি বাড়ি
খালি মোজা ভরা সুখ মিঠে উপহার
রাম দেয়া প্লাম কেক খাও বারবার
ঝলমলে শীতরাত খুব হৈ চৈ
গেলাসে গেলাসে রং মনে লাগে কই
গির্জার ঘন্টা ও প্রেয়ারের ধুম
বড়দিন বড়দিন লেপ মুড়ি, ঘুম
যীশুবাবা যীশুবাবা সুখে থাক লোক
হো: হোহো বড়দিন, সব শুভ হোক।