ফেলে আসা দিন, পুরনো পথের বাঁকে
বন্ধুরা যেন কোথায় লুকিয়ে থাকে।
হয়েছে সকলে ঘোরতর সংসারী,
নোয়াপাতি ভুঁড়ি, কাঁচা পাকা চুলদাড়ি।
রঙ করে আর যায় না সে সব ঢাকা,
কাকু জেঠু শুনে হৃদয়টা বড় ফাঁকা।
গুরু দায়িত্ব, ছেলে মেয়ে হয়েছে বড়,
ছেলের চাকরী, কন্যার খোঁজো বর ও।
গিন্নী ছিল যে স্বপনের প্রিয়া সাথে,
ডেকে নাক আজ ঘুমোতে দেয় না রাতে।
জীবন যখন একঘেয়ে আর ফাঁকি
বন্ধু সেদিন আর মনে পড়ে নাকি?
সেই পাগলামো, ল্যাং মেরে ভালোবাসা
ছিালিমের টানে কেটে যাওয়া রাত খাসা।
ফুটবল মাঠে, ইলিশ চিংড়ি ভাগ
প্রথম প্রেমের আলুথালু অনুরাগ।
সেই কাঁচা গালি, সেই পূজো, রাত জাগা
ফল চুরি, তাড়া খেয়ে প্রাণপণে ভাগা।
চায়ের দোকানে ভাগ করা সিগারেট,
প্রেমের চিঠিটা দেবে কে তা নিয়ে বেট।
ফালতু কথায় মারামারি, কালশিটে
সেই দল বেঁধে বাড়ি বাড়ি খাওয়া পিঠে।
ইনকিলাবের রক্ত গরম দিন,
প্রথম তরল আগুনের রিনঝিন।
আসবে না ফিরে সেই দিনগুলো আর,
জানিনা সে কাল কবে যে হলাম পার।
বহু দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে বাঁচি,
মনগুলো তবু রয়ে গেছে কাছাকাছি।
আজ ফেসবুক হোয়াটসএপের কাল
তাই খুব জানি সব পাজিদের হাল।
সারাটা বছর থাকিস ব্যাস্ত তাই
বন্ধু দিবসে ভালোবাসা নিস ভাই।