আরো কটা দিন থাকো, কটা দিন আরো থাকো শীত
লেপের আদর মাখি, শুনি হিম পড়ার সঙ্গীত।
পাটিসাপটারা থাক পেটে নিয়ে নারকেলি পুর,
চসির পায়েস, তাতে মিশে থাক নলেনের গুড়।
চিতই পিঠার পিঠে ঝোলা গুড় পিছলিয়ে পড়া ,
নারকেল কোরা, নয় তরল ক্ষীরেতে মনোহরা।
পুলি পিঠে ভাপে ভাপা, সাথে থাকে মালপোয়া ভাজা,
বাকি তো কয়েক দিন, আসুক ফীলিং রাজা রাজা।
আরো কটা দিন থাকো, কটা দিন আরো থাকো শীত
সতেজ পালং থাক মরশুমি ফুলের পিরিত।
তাজা বাঁধা, ফুলকপি, কড়াইশুঁটিও বুঝি কম?
সেটারই কচুরী, সাথে নতুন আলুর থাক দম।
চিড়িয়াখানায় থাক কমলা খাওয়ার সেই ধুম
সানডে মাংস ভাত ভরপেট, তেড়ে দিন-ঘুম।
বাঁদর টুপিটা থাক, থাক গায়ে আলোয়ান শাল
রোদ্দুর সেঁকা থাক, ছোটদের রুক্ষ দুগাল।
আরো কটা দিন থাকো, কটা দিন আরো থাকো শীত
কোথাও বেড়িয়ে আসা, না হয় চড়ুইভাতি রীত
শীতের সাগর নয় পাহাড়ে বরফে আসি হেঁটে
জমিয়ে ঠান্ডা হলে দু পেগ পড়ুক ভেতো পেটে।
উৎসব কত কিছু, কত শত মেলা চারদিকে
বইমেলা বইমেলা, যা নাহলে সব মেলা ফিকে।
আরো কটা দিন থাকো, জীবন নিরস তুমি ছাড়া
কটা দিন খুশি থাকি, পরে তো সে থোড় বড়ি খাড়া।