এখানে সবুজ ঘেরা গাঁয়ে
এসে থেমে গেছে আমার পথ হাটা ।
এখানে বাঁশের পাতা মেশে আম বাগানে
তারি মাঝে সরু পথ গেছে হাঁটা।
এখানে লাজুক সবুজ পাতায়
গ্রাম খানি পুরো ঘেরা।
এই গ্রামের সবুজ মাঠে
চুমুখায় যত মেঘেরা।
এই খানেতে তোমার সাথে
প্রথম কথা বলা।
এই গাঁয়ের এক ঘরে বসে
চোখে চোখ মেলা।
তোমার হাতের পরশ আমার
হৃদয়ে করে খেলা,
হয়তো আবার হবে দেখা
বিদায় তবে এবেলা।