মা,
আমি তোমার স্মৃতি,তোমার মেয়ে
হয়ত তুমি ভূলে গেছ আমাকে,
কিন্তু আমি ভূলিনি, ভূলতে পারিনি৷
মা গো কত বার ভূলতে চেয়েছি
ভেবেছি তোমাকে আর বাবাকে
কখন মনে করব না, পারিনি৷
তোমরা দুজনে কামনার আগুনে পুড়ে
জন্ম দিলে আমাকে.....
তার পর যখন বছর বার,
তখন পাঠালে কাজে৷
পরে জানলাম বাবা কাজে
পাঠানোর নাম করে আমায়
বিক্রি করে দিয়েছে বুড়টার কাছে৷
মা,
যেদিন আমায় বুড়টা নিয়ে এল
সেদিন রাতে পশুর মতো
ঝাপিয়ে পড়েছিল আমার উপর৷
তার পর...........সব শেষ ৷
ধরষিত হতে হতে আমি ক্লান্ত৷
এখন আমি পতিতালয়ে থাকি৷
আমার পরিচয় জবা নামে,
সেই বুড়টাই আমাকে এখানে বিক্রি করে
দিয়েছিল টাকার লোভে৷
মাগো, আমায় ঘৃনা করবে জানি
কিন্তু তার থেকে বেশি ঘৃনা
আমি তোমাকে করি
কেন তুমি মা হয়ে মেয়েকে
ঠেলে দিলে অন্ধকারে?
কি উত্তর দেবে জানি না,
মা,
আমি দুরারোগ্য রোগে আক্রান্ত
আমি বাঁচব না৷
মাঝে মাঝে মুখদিয়ে রক্ত উঠে৷
যন্ত্রনায় ছিড়ে যায় শরীর
তবু আমাকে দাঁড়াতে হয়
লাল বাতির তলায়৷
মা,
তোমার মেয়ে হয়তো মরবে
এই মাত্র রক্ত বমি হল,
আমার নারীত্ব নিয়েছে লোভী পুরুষ
আর শুকুন ছিড়ে খাবে শরীর৷
মা.. গো আর কোন মেয়ে যেন
এই পথে না আসে৷
এই নরক যন্ত্রনা যেন কেউ না পায়৷
শিশু কালের স্মৃতি
যৌবনের জবা হয়ে
রক্তে বিষ নিয়ে মরবে৷
মাগো তুমি ভালো থেকো
ঘৃনা করলেও তুমি মা !!