শহর, নগর গ্রামের কোনে কোনে
ক্ষুধার্ত শিশু রাস্তায় কাঁদে।
দূরে পার্কের ঝোপ-ঝাড় আড়ালে
তরুণ ভালোবাসা খিল খিলিয়ে হাসে।
ছেড়া জামা ধুলো ভর্তি মাথা
মেয়েটা এসে দুহাত বাড়ায়।
চোখে তার অনেক স্বপ্ন
অথচ পেটে ক্ষুধার জ্বালা।
রাস্তার ধারে একটি শিশু গড়াগড়ি খায়,
একটা ছেঁড়া প্যান্ট পরা।
তার খিদের তীব্র চিৎকারে
পাশের ভিখারি গুলো অতিষ্ঠ।
পার্কে তখন চকলেট ডে পালিত হয়,
নামি চকলেট প্রেমিকার ঠোঁটে
গুঁজে দেয় নতুন প্রেমিক।
অনেক টাকা দিয়ে কেনা গোলাপটা
ফেলে দেয় একটি মেয়ে।
একটি শিশু খিদের জ্বালায়
মুখে পুরে দেয় গোলাপের পাপড়ি।
পৃথিবীতে কত ডে পালিত হয়,
হোক না একদিন ভাত ডে।
প্রেমিক প্রেমিকা বা সাধারণ মানুষ
ভাত তুলে দেবে ক্ষুধাতুর শিশুদের মুখে।
কবির কলমে ধ্বনিত হয় ভাত ডে।
হোক একদিন ভাত ডে।
একটা দিন হাসি ফুটুক ক্ষুধাতুর মানুষগুলোর মুখে,
হাসি ফুটুক ভালোবাসার দিনে সৃষ্টি হওয়া
অনাথ শিশুদের মুখে।
আজকের এই মেকি ভালোবাসা
জন্ম দেবে আরও কত অনাথ।
তাই হোক, হোক না একদিন
পালিত হোক “ভাত ডে”