আকাশ ধূসর,
বৃষ্টি আসে না,
শুধু ওজন বাড়ে।

দুপুর ঘুমায়,
রাস্তা ফাঁকা,
কেউ ডাকে না।

কাগজে লিখি,
কালো দাগ,
শেষ হয় না।

আজ নাকি কবিতা দিবস,
শব্দরা আজও ফর্মে,
কিন্তু কাগজটা বিরক্ত হয়ে বলছে—
‘সব ঠিক আছে, পারবে কি রিলসে নাচতে?’