শরীরের বাজার দর হু হু করে বাড়ছে
তোমরা পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে গলা চড়াচ্ছ
আমি পোড়া মাংসের গন্ধ পাচ্ছি বাতাসে...
বানে ভেসে গেল কাদের ঘরবাড়ি
কিছু হলো রাষ্ট্রদোহীতায় উদ্বাস্তু, আর
ধর্ষিতার কাপড় খুলে নিয়ে গেল যে ধর্ষক
এখন সে খোশমেজাজে পুরুষাঙ্গে শান দিচ্ছে,
আসি, বলে আত্মহত্যা করলো যে চাষা
তার স্ত্রীর বুকে সহমর্মিতার থাবা...
এ সবের আগুন আমাদের তাতায় না
যারা বামপন্থী, ডানপন্থী বা চরমপন্থী
তাদের সস্তার ইস্তেহারে পেচ্ছাপ করে নেড়ি কুত্তা,
মধ্যবিত্ত সুন্দর সকালে
প্রকৃতির সেলোফেন দেখতে দেখতে কফিতে চুমুক দেয়,
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে জটিল তত্ত্ব কপচায় বুদ্ধিজীবী, আর
চশমার সুরু ফাঁক দিয়ে বদলায় রাজনীতি, তুচ্ছ নাগরিক জীবন...
যে প্রেমিককে চুমু খেল তার প্রেমিকা
দিগন্ত ধানক্ষেত মরা খাল পেরিয়ে
তার অতীত আমি জানি,
বুড়ো বট গাছ মুড়ো হয়
বলো হরি, হরি বোলের ক্ষীণ শব্দে
পাশ ফেরে রাত, আর
ঠিক তখনই উলঙ্গ রাষ্ট্র, কাপড় খুঁজতে বেরোয়...