অপেক্ষাই আছি I আছো I
আচ্ছা, তুমি তো শাপলাফুল ভালোবাসতে ?
আমি ধূলিঝড় I
সাদা চুল, অনিয়মের দুপুর,
কথা বলে না আজকাল I
একটা চশমা কিনে দিয়েছি,
একটা হাতঘড়ি, আর একজোড়া চটি
এ বয়সের টুকটাক প্রয়োজন I
আচ্ছা, তুমি কি বদলে গেছো ?
কে জানে, হয়তো বদলে গেছে সব,
গাছগুলো, ফুলগুলো কিংবা মুখগুলো,
যা কিছু তোমার, আমার,
যা কিছু ওদেরও I
অনুতাপ, করেছিলে বোধ হয়
অনুতাপ, হয়েছিল বোধ হয় I
একটা মাঠ কিনে দিয়েছি, একটা রাস্তা
একটা বিছানা, আর একটা আয়না I
বেঁচে থাকার অতিরিক্ত প্রয়োজন I
আচ্ছা,তুমি তো সাজতে ভালোবাসতে ?
আমি বৃষ্টিভেজা কাক I
তবু দেখো,
একটু অসাবধান হতেই
কেমন করে দুটো গেরস্ত জীবন বদলে গেল I
আচ্ছা, তুমি তো সংসার ভালোবাসতে ?
আমি চালভাঙা ঘর I