আমার চলার পথ রক্তাত্ত
একটা মৃতদেহের শরীরে লেপ্টে আছে শেষ রাতের অতৃপ্ত বাসনা!
আজ বাবার মৃত্যুর পনেরো বছর হলো
গভীর রাতে মা এখনোও বিছানায় শুয়ে কাঁদে!
বলতে পারো প্রেম আর ঘৃণার মধ্যে তফাত কোথায় !
আমাদের পাশের বাড়ির রুনাবৌদি প্রেমিকের সঙ্গে পালিয়েছে
তার স্বামী নাকি নপুংসক- তারা কি খুবই অসুখী ছিল!
আমাদের ভাড়াটে বুড়োবুড়ি
এখনও শোনাই তাদের হতদারিদ্য ভালোবাসার গল্প
তাদের কোনো সন্তান নেই!
আমার প্রেমিকা
প্রতিদিন ক্যাম্বিসের ব্যাগ হাতে চাকরির খোঁজে বেরোয়
একটা চাকরি পেলে সে নাকি আমায় বিয়ে করবে!
অতীন, আমার বন্ধু
যে জীবনের পিছনে লাথি মেরে অবলীলায় হাসতে পারতো
এখন তার চোখের কোণে কালি
সে এখন মরতে ভয় পাই!
আর আমি বেকার বাউন্ডুলে
প্রতীক্ষায় আছি কবে এ পৃথিবী মহাশ্বশান হবে
আর আমি তোমাদের জন্য লিখে যাবো চমৎকার একটা প্রেমের কবিতা!