আমি বদ্ধ উন্মাদ, অশ্রীল কবিতা টবিতা লিখি
অর্বাচীনদের দলে, তাই নিহিলিষ্ট তকমায় বাতিল!
তুমি নিতান্তই নির্বোধ বলিয়া, একদিন আমার প্রেমে পড়িয়াছিলে,
কিন্তু বিবাহ করিয়া, তোমার যে মস্তিষ্কের উন্নতি ঘটিবে সেটা জানিতাম না...
শুনিয়া খুশি হইবে, এখানে আমার কোনো প্রেমিকা নাই!
ইদানিং এক জনের প্রেমে পড়িয়াছি
বলিয়া মনে হয়,
কখনও সখনও রাস্তায় বা রেস্তোরায়, দুজনের দেখা হইয়া যায়...
আধুনিকা, ফ্রয়েড তত্ত্ব বোঝে না,
মাঝে মাঝে পাশে বসিয়া আমার মগজের নাগাল পাইবারও চেষ্টা করে...
অন্য বাঙালি তন্নীর ন্যায় কবিতার দৌড় রবীন্দ্রনাথ পর্যন্ত,
গতকাল এক খানা কবিতা পাঠাইয়াছিলাম, বুঝিতে পারে নাই!
তদুপরি, আমাকে ইলিশের পোস্ত রান্না করিয়া খাওয়াইবার অনুরোধ করিয়াছে....
সব শেষে লিখি, তোমার আকাট বরটি কেমন আছে জানিও
ও ম্যাদামার্কা ভদ্রলোক, তোমায় সুখেই রাখিবে আশা করিতেছি...
আর ইলিশের পোস্ত রান্নার রেসিপি লিখিয়া পাঠাইতে ভুলিও না,
তাহা না হইলে তোমার এই প্রাক্তন প্রেমিকের মান থাকিবে না...