অযথা হেসে উঠি অস্বস্তিকর আলাপে
আমরা 'কথাই কথা বাড়ে", এই মতবাদে বিশ্বাসী
অভ্যাসবসে এ ওর কোঁচা ধরে টানি,
প্রাক্তন প্রেমিকা হটাৎই ফুলেফেঁপে উঠেছে বলে
হাসির রোল ওঠে,
বেকার, টিউশনি করে পাড়া মাথায় করি
রোজ রাতে বরাদ্ধ দুটো রুটি আর আলু চচ্চড়ি,
দিব্বি খাই, ঢেকুর তুলি,
আয়াশে কবিতা লিখি,
"আমরা বেঁচে আছি "রাজনৈতিক ফেস্টুন পড়শীর
দেওয়ালে ও সস্তা জাতীয়তাবাদ ফেসবুকের ওয়ালের" মাঝখানে টিকটিকি হয়ে I
তার পরের লাইন,
" বিছানায় উত্তাপ চাই, একটি চলনসই পাত্রীর খোঁজে নেমে পড়ো শহর" I
জিভে জল আসে, আলোচনা জমে ওঠে যৌনমিলনের গুন্ অপগুন নিয়ে I
টিভিতে ভেসে ওঠে খবর,
এক লক্ষ্ চাকরি সরকার বেনামে বেঁচে দিলো,
মাছের দামের সঙ্গে বাঙালির ব্লাড প্রেসার সমান তালে বাড়ছে,
পুজোই এবার বৃষ্টি হবে, এক মাত্র ভরসা কে সি পালের ছাতা I
গুরু চন্ডালী দোষে গভীর রাতে টাচ স্ক্রিনে ব্লাউসের হুক খোলে আর
আমরা ভাস্করবাবুর কবিতা খুলে বসি
"আমাদের স্বর্গ নেই, স্যারিডন আছ"