ভালোবেসে ভালোভাবে ভেসে আছি
আকাশে ভাসতে থাকা মেঘ হয়ে জেনেছি
আমার ভালোবাসা একনদী জল।
ভালোবাসায় বৃহত্তম সুখ নেই
দুঃখগুলো ক্ষুদ্রক্ষুদ্র শাখা নদী।
এরা বয়ে আনে স্রোতের আড়ালে
মৃদু মৃদু কষ্টধারা।
চাষে আর মনোযোগ নেই,
পোয়াতি নারীর রক্ত স্বল্পতার মত
চারাধানে অপুষ্টির অসুখ।
বাঁধের কারাগারে ভালোবাসা বন্দী
এখন ভালোবেসে বৃহত্তম সুখ নেই।