নারী তো শিল্পের শুদ্ধ প্রতীক
অনাদিকাল থেকে বুকে ধরে আছো
জগৎ রহস্য ,
যদি আমি তীরন্দাজের দৃষ্টিতে দেখি
দুটো সমান উচ্চতা, আকৃতি ও অহংকারে
যমজ দুই সহোদর।
স্বভাবে সমান
তাই ভেঙ্গে পড়ে তীরন্দাজের দৃষ্টি হঠাৎ।
এমন নিখুঁত শিল্প সৃষ্টিতে
ঈশ্বরের নিপুণ হাতের ছোঁয়ায়
কত জোরে বেজেছিল
তোমার অনুভূতির ঝুমঝুমি,
তোমার ভীরু ভীরু নিঃশ্বাস থেকে
কতো নদী হয়েছিল বেগবান।
---------------------------
০২ ফেব্রুয়ারি, ২০০৮ খৃঃ
্নাহার মনজিল
কক্সবাজার ।