জল থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি,  
বীজ থেকে উদ্ভিদ, কলি থেকে ফুল,  
ফুল থেকে ফল, মৌমাছি থেকে মধু।
আমি কেন এসব নিয়ে ভাবি শুধু।

কেউ বলে শব্দের গাঁথুনিতে হয় কবিতা  
কেউ বলে ছন্দের আনন্দই সারকথা
কেউ বলে অলংকার, বিষয়ের গভীরতা,  
এই নিয়ে রাতদিন কবিদের মাথাব্যথা।

শুনেছি ভাললাগা থেকে নাকি ভালোবাসা।  
কত কিছুই তো ভাললাগে- হেমন্তে কাশবন,
নীল ছোঁয়া পাখির উড়াল, নীলপদ্মে অংশুমালী,
হঠাৎ দেখা দুটি নীলচোখ, কপালে লালটিপ,  
বেণীবদ্ধ চুলের ছন্দ, ছাপা ঢাকাই শাড়ী,
কারো ফর্সা পায়ে আলতার রঙ।  

রাতভর জেগে জেগে আঁকি এইসব ছবি
ভোরের আলোতে নিজেকে মনে হয়
প্রেমিক নয় তো কবি।  

---------------------------------
৩১ অক্টোবর ২০১৪ খৃঃ
শারজাহ / ইউ এ ই ।