এই আমার চেতনা যেন একটি সাদা কবুতর।
কতকিছুই তো ধরে রাখে, শান্তির শুভবার্তা নিয়ে
জেগে থাকে। করে নিদ্রার সমস্ত আয়োজন পণ্ড,
জেগে থাকে, জেগে থাকে অহোরাত্র।
ঈর্ষার নদীরা হয় দূরগামী। দীর্ঘ থেকে দীর্ঘতর।
অশুভ নদীর নিঃশ্বাস থেকে, আমি আড়ালে রাখি
সাদা কবুতর।
পৃথিবীর আহ্নিক ক্লান্তি মুছে গেলে, নেমে আসে
অন্ধকার। কবে কোন অলক্ষ্যে, বিষলক্ষ্যার তীর
ঘায়েল করে তাকে।
দেখি, সাদা কবুতর পড়ে আছে, ক্ষত-বিক্ষত,
তবু বিবেকের বারুদ জ্বালিয়ে ঈর্ষা পুড়াই নিত্য।