নদীর স্বভাব কবিতায় তারিখ বিভ্রাটPost20141029033933
গতকাল ছিল ২৮/১০/১৪ খৃঃ । আমার মনঘরে জমা হল কর্মব্যস্ত দিবসের ক্লান্তি । ইচ্ছে ছিল কবিতার আসরে একটা কবিতা পোষ্ট করব । কিন্তু সহসা ঘুমিয়ে গেল ইচ্ছেপাখি । আর হয়ে উঠল না । আজ ২৯/১০/১৪ খৃঃ । সকাল ৯ টায় 'নদীর স্বভাব' কবিতাটি পোষ্ট করলাম । তখন পর্যন্ত ২৯/১০/১৪ তারিখে কোন কবিতার পোষ্ট দেখিনি । অর্থাৎ আমার কবিতা ছিল প্রথম পোষ্টেড । দুপুরে ফিরে কবিতার আসরে দেখি অদ্য তারিখে আমার কবিতাটি নেই । পরে ২৮/১০/১৪ তারিখের তালিকায় কবিতাটি খুঁজে পাই । ভাবছিলাম এটা কিভাবে সম্ভব ! ধাঁধার ঘোর যেন কাটতে চাইছে না । মাননীয় এডমিন ও কবিবন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি । কারো কাছে ব্যাখ্যা থাকলে জানাবেন ।
আলোচনাটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/১০/২০১৪, ০৩:৫৯ মি: