কবিতার খাতায় কবে লিখেছিলাম তোমার নামের স্বরলিপি    
হৃদয়ের পুষ্প-বিতানে পাখিরা দিয়ে গেছে সুর ।  
এস্রাজে আঙুলের টান মেঘ ভেঙ্গে নিয়ে আসল বর্ষার গান ।  
দেখো মৃত্তিকায় জেগেছে সবুজ প্রাণ ।

অথচ সুর ও ছন্দে তুমি প্রবল অবিশ্বাসী ।
আমি জীবনকে জেনেছি অদৃশ্য সুরের সুতোয় গাঁথা
অবশেষে তাকেও ছন্দের সাঁকো পার হতে হয়;
সে কথা তোমাকে কীভাবে বুঝাই
                 তুমি তো সঙ্গীতে বিমুখ ।

বারবার সুরের অনুষঙ্গে তোমার-আমার মাঝখানে
একটি নদীর অনিবার্য উপস্থিতি আর তুমি তার
কলকল ধবনির আড়ালে হয়ে পড় প্রচণ্ড অস্থির ।
নদীকে তোমার ভয় অথচ নদী এসে
                  ঢেউ তোলে তোমার বুকে।  
         ------------------------------

পান্ডুলিপি--- নদী নেই নদী ছিল
নাহার মনজিল
গোলদিঘি, কক্সবাজার
৩০ জুন, ২০০৭ খৃঃ ।