সমস্যার সমাধান কি কেউ জানলে বলবেনPost20140813044627
আজকের মত সমস্যায় আগেও একবার পড়েছি । কয়েকদিন আগে আমার শ্রীলোদি অমৃত বচন কবিতাখানি আলোচনা সভায় দেখে একজন কবি আমার দৃষ্টি আকর্ষণ করেছিল । আমি তাড়াতাড়ি কবিতাটি মুছে ফেলি । সবচে মজার ব্যাপার হল আমি আলোচনা সভায় ঐ কবিতাটি পোষ্ট করিনি । আজকেও একই ঘটনা ঘটল । আমি নদী নেই নদী ছিল কবিতাটি কবিতার আসরে পোষ্ট করেছি । ওটা কিভাবে আলোচনা সভায় পোষ্ট হল আমার বোধগম্য নহে । কবীর ভাই আমার দৃষ্টি আকর্ষণ করলে আমি দ্রুত পোষ্টটি মুছে ফেলি । এ ব্যাপারে মাননীয় এডমিন ও সকলের সহযোগিতা আশা করছি ।
আলোচনাটি ৫৪২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৩/০৮/২০১৪, ০৫:০২ মি: