বচন-০১
জলের কামান জল ছুঁড়ে দেয়
নিভে না আগুন
ঊরুর মোহনায় রূপালি হাঙ্গর
ফুলের তৃষ্ণায় ফাগুন ।

বচন-০২
মেঘের ডানায় উড়ছে নদী
আকাশ হল কালা
বাড়ির পাশে নীল দরিয়া
বুকে কেন তৃষ্ণা ?  

বচন-০৩
তোমার তো সবি ছিল
তবে কেন ভালোবেসে
হতে চেয়েছিলে চরণদাসী ?

বচন-০৪
রৌদ্রের উপমা দিও না আর
সে তো শাঁকের করাত ।  
কখনও সৃষ্টি করে বরফ গলা নদী
কখনও শুকিয়ে ফেলে তার গতি ।

বচন-০৫
আমার হৃদয় সিমকার্ড নয়, নেই মুল্যহ্রাসও ।

বচন-০৬
তোমার প্রথম ভালোবাসা আমার প্রথম হার্টএটাক ।  

বচন-০৭
নদীর স্বভাব সমুদ্রের দিকে ছুটে চলা
আবার কোন কোন নদী সমুদ্র পায়না ।

বচন-০৮
পাথরকুঁচি পাথর নয়, পাথরলিপিতে সভ্যতা র‍য় ।