কখনও সমুদ্র দেখার সাধ হয় যদি কারো মনে
এসো তবে এ নীল দরিয়ারপারে জলের গুঞ্জনে
এখানে আছে শামুক ঝিনুক নুড়ি কত যে বাহার
গলায় পরিয়ে দেব মমতায় গাঁথা ঝিনুকের হার
স্মৃতির চিহ্ন দেব কুড়ানো কড়িতে লিখে বন্ধুর নাম
ঠোঁট রাঙিয়ে দেব খেতে দিয়ে পাকা পাকা জাম
ঝাউবীথির নিবিড় ছায়াতে শুনাব পাখির গান
দেখে নিও মহেশখালীর পান খেয়ে জুড়াবে প্রাণ
নিয়ে যাব আরও দূর সমুদ্রে নাম তার প্রবাল দ্বীপ
নুড়ি কুড়ানোর ছলে কপালে দেব তারামাছের টিপ
যদি তুমি সমুদ্র অবগাহনে রাখ হাত এই বন্ধুর হাতে
মৈনাক চূড়ায় উঠে গড়ে দেব মিতালি মেঘের সাথে।