হৃদয় গহনে তুমি দিয়ে গেছ এ কোন গরল
হেমলক নামছে ধমনীর পথে পথে ।
একটি লালঝুটী মোরগ কিংবা
সম্রাটের একটি মোহর আমার নেই ।  
মহামান্য এপোলো আপনি জানেন  
সক্রেটিস ও আমি তাই সমান ঋণী ।

এখন বেলা অবেলার গল্প হবে শুরু
বাজবে না তানপুরা আর
নিরন্তর ভাঙ্গনের শব্দ উঠবে আত্মার অর্কেস্ট্রায় ।    

     নদীর স্রোত ভাঙ্গবে মৃত্তিকা শরীর
     জোছনা ভাঙ্গবে রাতের অন্ধকার ,  
     পাখিরা ভাঙ্গবে স্নিগ্ধ- সকাল  
     তুখোড় সময় ভাঙ্গবে কাল-মহাকাল ;
     চারদিকে চলবে কেবল ভাঙ্গনের গান  ।

হেমলক নামছে-দ্রুত নেমে যাক এই নীল তরল  
আমার শিরা উপশিরাতে বয়ে যায় রঙধনু স্রোত  
চেতনা-চৈতন্যে কীর্তিনাশা ঝড় ।  

আমার শোণিতে লোহিত সৌরভে
হেমলক নামছে-দ্রুত নেমে যাক এই নীল তরল ।    
এদিকে নীশিরাতে  চোলাইয়ের গন্ধ ভাসে
ক্যাংপাড়া মাতাল হল নাকি ?