কতবার ভাবি এই দেহ আমার নয় ,
কতবার ভাবি এই মন আমার নয় ।
দেহতত্ত্ব বুঝি না বলে আমার মারফতি মন
বেড়া ভেঙ্গে হানা দেয় নিষিদ্ধ ক্ষেতে ।
নালিশে-সালিশে কলুষিত এই জীবন
বারবার পরাজিত দেহ ও মনের কাছে ।
------------------
গ্রন্থ- জন্মেই কেঁদেছি ভীষণ
প্রকাশ- অমর একুশে বইমেলা ২০০৮ খৃঃ