(বৃটিশ কবি বেঞ্জামিন জেফানিয়ার প্রতি )

আমি এমন একজনের কথা জানি
যে পুরস্কার পাবার আশায়
কবিতা লিখে না কখনও

কোন লোভনীয় উপাধির বিনিময়ে
বিক্রিত হবে বলে মনে হয় না তাঁকে

তাঁর ভেতরে বসত  করে কবিতার চাবুক

আর প্রতিবাদি শব্দগুলো ছড়ায়
তেজস্ক্রিয়তা চৌদিকে-এইতো সেদিন
এমন চপেটাঘাত করল
বৃটিশ সাম্রাজ্যের গালে
লজ্জায় হতবাক রানীমাতা
আর টনি সাহেবরা মুখ লুকায়
মূষিকের গর্তে, সাবাস !

সাবাস ! বেঞ্জামিন জেফানিয়া
তোমাকে বড় বেশি প্রয়োজন আমার
এই বাংলাদেশে, কারণ এখানে বুদ্ধিজীবীরা
রোজ প্রাতঃকর্ম সেরে লাইনে দাঁড়ায়
হরদম বিক্রি হওয়ার আশায় ।
   -------------------

গ্রন্থ- বিশুদ্ধ বিশ্বাসে
প্রকাশ- মার্চ, ২০০৪ খৃঃ