আফিমের নেশায় ঝিম ধরেছে প্রদোষের আবেগ
স্মৃতিজুড়ে আদিম নিসর্গ ।
সঘন অন্ধকারে থেমে আসে সবকিছু,
নদীর নৃত্য, পতঙ্গের সচলতা, মেঘের অন্তিম অভিমান,
এমন কী বাঁশপাতাও আর নড়েনা, বাতাস স্তব্ধ ।
সম্পূর্ণ গোধূলি যেন শিল্পীর হেয়ালী তুলির টান
শিল্পীর দৃষ্টিতে তাকালে চক্রবাল স্থিরচিত্র যেন ।
জানি কোন কোন শ্বাশত মুহূর্ত ভাঙ্গে না ;
তার রূপ হয় চেতনায় আকাঁ মদির চিত্রকলা যেমন ।
সে কী আর জানতুম, কুসুমের কোমল কটোরাতে
ভয়ানক ফণীমনসার কাঁটা । তবুও
এই ভর সন্ধেবেলা নিবিড় সান্নিধ্যে
নদীর জল হল কুয়াশার মত আরও হীম;
পরিযায়ী পাখি হয়ে গিয়েছ সুদূরে
কেবল দিয়ে গেলে দুঃখের আফিম ।