কর্ণফুলীর মেয়েটা
হলনা তার বিয়েটা ।
হারিয়ে কানের দুল
ভারী তার মনটা ।
উজানে চলে নৌকা
ছলাৎ ছলাৎ বৈঠা ।
গলুইয়ের ভেতর নাওরি
মুখে তার ঘোমটা ।
মাঝি গায় গান
নেচে উঠে মাছটা
ছোট ছোট ঢেউ ভাঙ্গে
উড়ে আসে বকটা
কর্ণফুলীর মেয়েটা
হলনা তার বিয়েটা ।