বাংলার সবুজ মানচিত্র ভিজে যুবুথবু হচ্ছে
আমাদের মহল্লায় অবিশ্রান্ত জলের তোলপাড়
কদম বলে বর্ষা এসেছে ।
কী করে যে একা থাকো !
মনে কি পড়ে না তোমার ?
জলের শপথে কস্তুরাঘাটে ডুবিয়েছিলে
কুমারের মৃৎশিল্প ।
আজ তোমার তৃষ্ণার্ত টিনের চালে
শব্দ তুলেছে জলের নূপুর ;
তুমি তো আর জল কুড়াতে এলেনা
হয়ত ডুবে আছ বর্ষামঙ্গলে ।
বাঁকখালীর উজান স্রোতের মাঝি আমি
ঝড় বল তুফান বল
এ বুকে বেঁধে রাখি ।
কদম বলে বর্ষা এসেছে ।
ঘরের দাওয়ায় বসে তুমি একেলা
কার জন্য গাঁথিছ সখি বিনাশী জলের মালা ?
----বর্ষার আয়োজন-----