আমি মধ্যরাতে শুনেছি বৃষ্টির গান
মৃদু রমণীকোমল পায়ের শব্দ থেমে গেছে তখন ।
জলমগ্ন মহাসড়কের মত বেহাল নেশাভুক মন
তবুও খুঁজে বেড়াই বর্ষার রূপ-রং ।

বিল গেটস এর জানালার ধারে নেই
ভিজে ডানার শালিক ।
এদিকে জমে উঠেছে প্রচুর ই-মেইলের স্তূপ,  
খুঁজতে থাকি অচেনা উত্তাপ ।  

হঠাৎ দেখি ফেসবুকে সুশ্রী বন্ধুর মুখ ।
অতপর লাইক, কমেন্টস
মাঝে মাঝে ইনবক্সে হাই-হ্যালো উচ্ছ্বাস ;
আমার এইসব দিনরাত্রি নিয়ে আসে বর্ষার অনেক রূপ ।



     ------বর্ষার আয়োজন-----