কে যেন বলেছিল, কবি যেওনা নিষিদ্ধ বৃক্ষের নিচে
মহুয়া ফলের রসে মায়াঘুম নেমে আসবে তোমার চোখে ।
আমার ছিল নির্ঘুমের অসুখ
কেবল দেখতে পেতাম দৃষ্টিজুড়ে গাঢ় অন্ধকার
কোন কোন নক্ষত্র হারিয়ে যাওয়া দিনে
নদী ভাঙ্গনের শব্দ আমাকে তাড়িয়ে নিত
সেইসব দিনগুলোতে মনে হত
নদী যেন প্রাগৈতিহাসিক ডাইনোসর
তাই শংকায় নামিনি নদীর জলে।
তবুও এক আক্রোশের নদী পিছু ছাড়ে না ;
আমি আর কতদূর যেতে পারি
আমার সামনে প্রভুর অলিক উদ্যান
সেখানে প্রবেশ করতেই দেখতে পেলাম
জ্ঞানবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে আদিনারী ঈভ
তার হাতে বাইবেলের নিষিদ্ধ আপেল ।