জেগে আছো সুবর্ণা ?
মহাবিশ্বের বিছানায় শুয়ে
রাতের আকাশে তারাদের মত।
জানি এখনও ঘুমোওনি ।

তুমি কী তারাদের কেউ
কিংবা দূরের নীহারিকা?
চিবুকে চাঁদের প্রতিচ্ছায়া নিয়ে
নিশ্চয় আজ ঘুমাতে যাবেনা।
নগরের নিয়নের আলোতে
নেমে আসে মোহময় রাত
তুমি জেগে আছো সুবর্ণা ?

এই অন্ধকার সমুদ্রতীরে,হাওয়ায়,ঢেউয়ে
পরিচিত শাব্দিক কোলাহলে
কেবল তুমি জেগে আছো একা।

ঝাউবনে নেমেছে কী জোছনা ?
রাত্তির কামান্ধ আবেগে
ফুটেছে কী বেগনি ভোলাফুল ?

তুমি জেগে আছো ?
স্ফীত-বক্ষে ধরে আছো বাসনার ঢেউ
হৃদয়ে রাত্রির পরাগায়ন
জানি এখনও ঘুমাওনি।