নির্জন দুপুর ভীতি, উসকে যেত
কাক ডাকলে তোমার।
দুষ্ট দেবতারা অতিদূর থেকে
তোমাকেই করে যেত মেহন।
মনে আছে, এমন দিশেহারা কালে
নীল কণ্ঠায় বেঁধেছিলে মাদুলি।
কত সময়-জল কালে কালে
গেল গড়িয়ে, আর
আধুনিক মোড়কে নিজেকে
নিলে সাজিয়ে। শিখে নিলে
রাজনীতির গুটিচাল।
ইশারা তোমার, শেয়ালেরা দৌড়ে
লেজ উঁচিয়ে,
এইসব শেয়ালের গন্ধ,
আমার চির অসহ্য।
তফাত যাও, তফাতে আছি,
খেয়া নেই, পেরোতে পারি না
চিরচেনা নদী।
কে শুনাবে খনার মন্ত্র
নদীরা মরণ চিনেছে।
সেও এক চতুর পুরত
আছে বেশ শ্রাদ্ধের আয়েশে।
একটি মানচিত্র মোটে ছাপ্পান্ন হাজার,
কত শেয়াল আর শকুনি
নিত্য করে টানাটানি,
স্বপ্নভঙ্গে ফিরে গেছে পরিযায়ী পাখি।
তোমার মাদুলিটা আমাকে দাও,
বেঁধে দিই স্বদেশের গলায়।