সরাইখানা থেকে উড়ে আসে মধ্যরাতে মাতাল বাতাস  
চুপিচুপি বলে দিবসের চেয়ে ভালো নাকি তিমির রাত
এ যেন স্খলিত সময়ের তুখোড় প্রতিবাদ ।

     গুঞ্জরিত বাতাসে চকিত চমকে
     কুন্তল এলিয়ে হাসে রাতের দেবী ।
     দিবসের তীক্ষ্ণ আলোতে দেখি
     কেবল ছুটে চলে বেশরম তস্করী ।

অজগরের মত গিলে খায় যারা মাতৃভূমির নিয়ামক  
নদীর উল্লাসে তারা বলে আমরা তোমাদের সেবী।

     মধ্যরাতে মাতাল বাতাস বুকে তার ঝড়
     কালের ক্লান্তিতে থেমে গেলে সব কোলাহল,
     তারপর দেখে সে নির্জন ঘরে একাকি
     ধূসর চোখ মেলে তাকায় রাতজাগা পাখি।

-------------------------------------
১৫ জুলাই, ২০১০ খৃঃ
কক্সবাজার ।