মগধাওনির তিলিসমা ভেঙ্গে
মৃৎপাত্রে দেখি,  
ইতিহাসের জীর্ণ করোটি ও হাড়ে,    
কারা যেন লিখে গেছে রক্ত লিপিতে,
তোমার আমার নাম।

গৌতম ধ্যান ভেঙ্গে,  
পার হয়ে নিরঞ্জন নদী,  
হেঁটে যেতে যেতে সিদ্ধার্থ,
দিয়ে গেছে অহিংস বাণী।
বৃক্ষ শিখেছে।  
মানুষ শিখিল না বৃক্ষের কাছে।  

          ----------------------------------

নাহার মনজিল
গোলদিঘি, কক্সবাজার ।
১০ অক্টোবর, ২০১০ খৃঃ ।