(জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হূদাকে)
মানুষটির দেহ ঋজু। মন ও মননে,
মহৎ কবিতার স্রষ্টা।
দরিয়ানগরে তার আসা-যাওয়া, রাবণের রথে নয়,
বাহন তাঁর ঝাউদরিয়ার ডানা।
এখানে শহরের কোলাহল ফেলে, আরও কিছুদূরে,
দরিয়ার ঘাট, ঝাউবন বিলোই হরিৎ গন্ধ, হাওয়া
উড়ে যায়, দেশ থেকে দেশান্তরে।
এখানে গর্বিত সূর্যোদয়, ভাঙ্গে শৈলগিরি মগ্নতা,
দরিয়ার ঢেউয়ে ঢেউয়ে ভেসে ওঠে দ্রাবিড়ার মুখ।
এখানে দরিয়ার আহবান, চির আমন্ত্রণ,
আকাশে নীলোৎসব, শোণিতে সমুদ্র-ঝড়,
চরাচরে খাদ্য-সন্ধানী পাখির অনাবিল আনন্দ,
এখানে পাথরও যেন শিল্পের গরিমা।
এখানে কবিতা চত্বর, দীর্ঘ তামাটে বিকেল,
আসে কতো মৃণ্ময়-মৃণ্ময়ী হৃদয়, কবিতার মোহে।
এখানে কবিতার প্রচ্ছদ যেন সমুদ্রপ্রাণ।