হৃদয়ের হ্রদে, ক্ষরণের নদী তুলে ঢেউ,
শিরাতে আমার, অবিরল সমুদ্র সংঘাত।
হলুদ জোছনায়, ডুবে যায় হরিদ্রাভ মন,
মরুর ধুলোয়, এঁকেছি প্রচ্ছদে প্রবাসী মুখ।
পথের প্রান্তে, প্রতীক্ষায় তুমি, কাটেনা প্রহর
আমার শোণিতে, অবিরল বহে, শব্দস্রোত
কবিতা পড়া হয় না শেষ।