হঠাৎ নারী এক এসে বলে-
এসো আর্যপুত্র
যদি ভালোবাসা দাও
আমাকে কর কবুল।
স্মিত হেসে
বলি তবে শুন হে মৃণ্ময়ী !
শুনেছি
স্বর্গে আছে অপ্সরী, কামোদ্দীপক যক্ষী
শুরার পেয়ালা হাতে জান্নাতে হুর
পুরাণে ড্রায়াডস, হামাড্রায়াডস।
কেন মনে হয় ওরা সহোদরা
জানিনা কে আমার মনোনীতা।
তুমি যদি বাড়াও হাত এই যুবকের দিকে
একবার এসো স্বর্গের সরাইখানাতে।