মামা বলে আনতে পারি
জ্বিন সর্প আমি!
যেতে হবে শ্মশান ঘাটে
ভয় পাবে না তুমি?

মন্ত্র পড়ে কত কিছু
চেষ্টা করে যাচ্ছে,
মধ্যরাতে সাথী সঙ্গী
ভয়ে পানি খাচ্ছে।

আছো নাকি ভাগ্নে হুজুর
সাহস তোমার বেড়ে!
অন্তরেতে কালাম আছে
কেবা আসবে তেড়ে?

ছলচাতুরি বন্ধ করে
সর্প দেখান লাঠি?
পূর্ণিমারই চাঁদ উঠেছে
মামার ভেলকি মাটি।