স্বাধীন দেশে আত্মভয়
ডাকাত আসছে রাতে,
বন্দুক ছুরি বোমা নিয়ে
হাজার জনের সাথে।
মধ্যরাতে বাড়ির সবে
আর্তনাতে ওরা,
পেতে চাই সেই সোনার বাংলা
রক্ত দিয়ে গড়া।
তারা কি ভাই বাংলার মানুষ
নাকি বিদেশিনী?
মাতৃভূমি ধ্বংস করে
লুট করেছে জানি।
ইন্ধনকারী আশেপাশে
র-এজেন্টের নেতা!
দলবদ্ধ ঐক্য গড়ে
ভাঙতে পারি মাথা।
সেনা সৈন্য আছে মোদের
ভয় করি না কিছু,
সাথে আছে যুবসমাজ
আমরা আছি পিছু।