সাদা-কালো রঙিন দিনের
হারিকেনের পড়া!
মাটির ঘরে সময় যেন
জীবন ছিল গড়া।

বিকেল হলে খেলাধুলা
পাঠশালায় যাওয়া,
ছুটির দিনে সবাই মিলে
চড়ুইভাতি খাওয়া।

আলিফ লায়লা চল্লিশ চোরের
আলাদিনের জ্বিন,
সাদা কালো টিভি ছিল
নব্বই দশকের দিন।

ভুলা যায় না বৃষ্টি ভেজা
নারকেল চিড়ার মোয়া,
মাটির চুলায় সুষুম খাবার
দাদি নানির ছোঁয়া।

বন্ধু-বান্ধব একসাথে
উৎসবের মেলা,
দস্যিপনার দিনগুলোতে
কেটে যেত বেলা।