মিষ্টি মধুর ঝগড়া করে
দারুন ভালো লাগে,
কোকিল কন্ঠে শব্দ তুলে
আমার প্রতি রাগে।
বলবে না সে কেন কথা
আছে তাহার কে?
রানী আমার অভিমানী
রাগ করেছে।
বদ্ধ ঘরে সময় কাটে
কেউ থাকে না পাশে,
কালবৈশাখীর ঝড় যেন
মাঝে মাঝে আসে!
একা একা কথা বলে
কত চিন্তা করে!
ঝগড়া ছেড়ে অভিমানে
থাকে বদ্ধ ঘরে।
যাচ্ছে চলে এমন ভাবে
সোনা দানা চায় না,
ভালোবেসে আগলে রাখি
ছোট্ট তাহার বায়না।