ওগো হিয়া বলতে চাই যে
আমায় কাছে নিবে?
তোমার সাথী হবো আমি
কোমল হাতটি দিবে?
তুমি আমার রক্ত গোলাপ
তোমার কালো চুলে,
মাধবীলতা কৃষ্ণচূড়া
তোমার অঙ্গদূলে।
মন ময়ূরী প্রিয়াসিনী
সুভাষ তুমি ছড়াও...
কলরবে মুখরিত
সঙ্গী হয়ে দাঁড়াও।
রূপ কণিকার কন্যা তুমি
তোমার রূপের আঁলো,
বেঁধে রাখো জনম জনম
প্রদীপ বাতি জ্বালো।
তোমার কথা শুনবো আমি
যখন তুমি ডাকো!
ভালোবেসে মুচকি হাসো
আমার ছবি আঁকো।