গুড়ুম গুড়ুম বজ্রপাতে
আকাশ যেন কাপে,
পশু পাখি মৎস্যরাজি
আছে ভীষণ চাপে।

শিলায় শিলায় ঘর্ষণ হয়ে
আগুন যেন পরে!
আকাশ থেকে বৃষ্টি গুলো
ফুলকি হয়ে ঝরে।

হঠাৎ হঠাৎ আলোকিত
বিজলী প্রবাদধারা,
ভয় যেন আজ আঁতকে উঠে
মানব দিশেহারা।

কেন হয় যে এমন করে
বজ্রপাতের প্রভাত?
ধ্বংস করে নব জীবন
করছে যেন আবাদ।

আলো হয়ে বিদ্যুৎ রশ্মি
জমি নিতে আসে...
বর্ষা মৌসুম সর্বক্ষণে
থাকে তারা পাশে।