ডিজিটালের পদার্পনে
স্বপ্ন মিটিমিটি,
স্মৃতিগুলো মনে পড়ে
কেউ লেখে না চিঠি।
ডাক টিকিটের বাক্সটা যে
শুন্য একটা খাঁচা,
চিঠি এখন বস্তা বন্দী
বলছে আমায় বাঁচা।
রানার আজ হারিয়ে গেছে
মুঠোফোনের সাথে,
সীমাবদ্ধ চিঠির পাতা
ভার্চুয়ালের হাতে।
কাগজ-কলম হাতে নিয়ে
লেখে না তো কেহ!
মিউজিয়ামে পড়ে আছে।
চিঠির খামের দেহ।