বরফ হয়ে শক্ত
আব্দুস সাত্তার সুমন
আকাশে বাতাসে উড়ে বেড়ায়
লাশের সারির গন্ধ,
তাজা রক্তে রাজপথ ভাসে
আন্দোলন নয় বন্ধ!
দেয়ালে আঁকা মুরাল চিত্র
ইতিহাসের পাতায়,
শত শত ভাই বোনের লাশ
বাস্তবমুখী খাতায়।
এমন সময় চাই না মোরা
আঁতকে উঠে জীবন,
পরিবার যে অনিশ্চিত
বললে হবে মরণ!
দামাল ছেলে বুক পেতেছে
নিচ্ছে আঘাত সয়ে..
প্রাপ্যটুকু বুঝে নিবে
প্রদীপ আলো হয়ে।
হানাহানি, আহাজারি
কত দিবে রক্ত?
পাথর হয়ে গেছি সকল
বরফ হয়ে শক্ত।